Sit & Draw competition for Children at Shanpukur, Habra

“আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে – এই বাংলায়.
হয়তো মানুষ নয় – হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে…”

২০২৪, কবি জীবনানন্দ দাশের ১২৫ তম জন্মশতবার্ষিকী। কবি জীবনানন্দ দাশের কবিতায় আমরা বারেবারে খুঁজে পেয়েছি বাংলার বন্য পাখিদের। শঙ্খচিল, বুনোহাঁস, শালিক, লক্ষ্মী পেঁচাদের।

প্রিয় কবির ১২৫ তম জন্মশতবার্ষিকী পালন এবং তার প্রিয় গ্রামবাংলার পাখপাখালিদের কথা মাথায় রেখে, তাদের সুস্থ পরিবেশে বাঁচিয়ে রাখার অঙ্গীকার নিয়ে আগামী ২৮ শে জানুয়ারী, রবিবার বার্ড-ওয়াচারর্স সোসাইটি এবং বন ফাউন্ডেশনের তত্বাবধানে সানপুকুর শক্তি সংঘের পরিচালনায় বটতলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে চলেছে বসে আঁকো প্রতিযোগিতা। সময়: দুপুর ১২ টা।

বিভাগ: ক ( বয়স: অনূর্ধ্ব ৮ বছর)

বিষয়: রঙবেরঙের পাখি

বিভাগ: খ ( বয়স: ৮-১২ বছর)

বিষয়:
‘”পাখি আমার মনের পাখি,
পাখি আমার বনের পাখি।”

বিভাগ: গ ( বয়স: ১৩-২০)

‘জীবনানন্দ দাশ এবং তার পাখিরা’

প্রতিযোগিতায় অংশগ্রহনকারী প্রত্যেকের জন্য থাকবে বিশেষ উপহার এবং অনুষ্ঠান শেষে প্রতিটি বিভাগ থেকে বেছে নেওয়া সেরা পাঁচ জনের জন্য থাকবে বিশেষ পুরষ্কার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *