1st Bird Walk by BWS at Nalban Bheri – 12 December 2021

পাখি দেখা, প্রকৃতিকে চেনাজানা, ঘাস-বুনোফুল-প্রজাপতি-মথ-পোকাদের সাথে কিছুটা পথ চলা ছোটোদের খুব দ্রুত আনন্দ দেয় আর প্রকৃতির কাছাকাছিও নিয়ে আসে। ছোট থেকেই প্রকৃতিকে ভালোবাসাতে, সচেতন করতে পারলে আখেরে লাভ আমাদের সবার। এই ভাবনা থেকেই গত ১২ ডিসেম্বর ২০২১, রবিবার সকালে পূর্ব কোলকাতা জলাভূমি অঞ্চলের বাচ্চাদের (East Kolkata Wetland Children) নিয়ে সংগঠিত হয় BWS-এর প্রথম “বার্ড ওয়াক” তথা অভিজ্ঞ, পাখি-বিষয়ক জ্ঞান সম্পন্ন, বোদ্ধা মানুষের সাথে পাখি দেখা।

BWS-এর তরফে ফিল্ডস্কোপ আর দূরবীনসহ সেক্রেটারি সুজন চ্যাটার্জী ও ট্রেজারার মেজর পরিহারসহ আমরা ১৬জন,Disappearing Dialogues NGO-র তরফে ৫জন, খিয়াদহ ও বামনঘাটা স্কুল থেকে ১০জন পড়ুয়া, সকাল সাতটায় মিলিত হলাম নলবন ভেড়ির সেক্টর ফাইভ গেটের সামনে। এই প্রথম এই রকম বেড়িয়ে পড়া, তার সাথে আবার ‘পাখি দেখা’ – স্বভাবতই বাচ্চারা ছিলো ভীষণ উদ্দীপ্ত এবং আবেগপ্রবণ!!

দুধারে খোলা জলাশয়, তারমধ্যে পরিযায়ী হাঁস, কচুরিপানার ফাঁকে ফাঁকে ছোট্ট ছোট্ট পাখিদের লুকোচুরি, চেনা বকেদেরও নানা নাম, আগে না দেখা নতুন অচেনা পাখি দেখা, ফিল্ডস্কোপে বা বাইনোকুলারে চোখ লাগিয়ে পাখিদের প্রায় হাতে ধরে দেখার মতো করে দেখতে পাওয়া, পাখি বিষয়ে নানান তথ্য, গল্প শোনা – সব মিলিয়ে প্রায় তিন ঘন্টা সময় কেটে গেলো হুশ করে !!

পাখি দেখার শেষে বাচ্চাদের সাথে কথোপকথনের সময় আনন্দে ভরপুর, খুশিতে উচ্ছ্বসিত সব বাচ্চারই এক কথা – “আমরা দারুণ খুশি। এইভাবে তো আমরা কখনও বের হইনি, পাখিও দেখিনি। আমাদের খুব ভাল লাগছে। আমরা এবার বাড়ির আশেপাশে পাখিদের খেয়াল করবো, দেখবো। আমরা আবার আসবো।“ বাচ্চাদের সাথে সাথে আমরাও আনন্দিত যে আমরা ওদেরকে খুশি করতে পেরেছি, একটু হলেও প্রকৃতিকে দেখার আনন্দ ভাগ করে নিতে পেরেছি।

To know more about the program, read our Newsletter Fantail Vol1 Issue3 page 87

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *