আমরা যারা বার্ডিং করি,ফিল্ডে প্যাঁচা দেখলে তাকে উপেক্ষা করে এগিয়ে যেতে পারি এরকম সাধ্য কতজনের আছে! অন্তত মিনিটখানেক হলেও আমরা থমকে দাঁড়াই। তা সে আগে যতবার খুশি মোলাকাতই হোকনা কেন।
এবারে যদি সেই প্যাঁচারা দলবলবেঁধে আপনার পড়ার ঘরে ঢুকেপড়ে তাহলে কেমন হবে! এই ধরুন আপনি গল্প, উপন্যাস, ছড়া, কবিতা, প্যারোডি, লিমেরিক, ভূত-প্রেত, গোয়েন্দা, রহস্য-রোমাঞ্চ, রূপকথা, পঞ্চতন্ত্র, লোকশিল্প, লোকসংস্কৃতি, সংস্কার-কুসংস্কার, প্রবাদ-প্রবচন ইত্যাদি যেকোনও বিষয়ের ওপর বই হাতে নিলেই দেখলেন কভারে নানা আঙ্গিকে তারা হাজির হয়েছে। ছবি, কার্টুন, স্কেচ নয়তো গ্রাফিক্সের ওপর ভরকরে। এমনকি বিয়ের তত্ত্ব সাজানোর বইও বাদ পড়েনি। পাতা উল্টালেই সবিস্তারে তরমুজ, শসা, কুমড়ো, লেটুশ, বীন, লঙ্কা দিয়ে লক্ষীপ্যাঁচা রূপ পাচ্ছে। এরকমই বাছাই করা বাংলাভাষায় প্রকাশিত প্রায় ষাটখানা বই এবংপত্রিকার কভারের ছবি এগুলি। এগুলোর বেশির ভাগই আমার নিজস্ব সংগ্রহ করা। বাকি কিছু নেট মাধ্যম থেকে নেওয়া।