Author Aindrila Sarkar
“দিকে দিকে পাখি পাতা, জাল নয়” জয় গোস্বামীর এই কবিতার লাইনটি সবসময় মনে পড়ে, যখন ভারতবর্ষে রেকর্ড হওয়া পাখির সংখ্যার দিকে তাকাই। ১২৫০টির মতন রেকর্ড সারা ভারতে এবং পশ্চিমবঙ্গেই একা ৮৪৯ টি। এই বিপুল পরিমান পাখির বৈচিত্র্য সম্ভব হয়েছে, কারণ ভৌগোলিক বৈচিত্র্য। শুধু আমাদের রাজ্যের কথাই যদি ধরি, উত্তরে হিমালয় এবং তার পাদদেশে বিশেষ ধরণের হিমালয়ান পক্ষীকুল, গাঙ্গেয় অববাহিকা কিংবা দক্ষিণের ম্যানগ্রোভ অরণ্যে আবার সম্পূর্ণ ভিন্ন প্রজাতির পাখির বিস্তার লক্ষ্য করা যায়। এই বিস্তার বিভিন্ন ঋতুতে পরিবর্তন হয়। মানে গরমে যাদের দেখবেন, শরৎকালে আবার তাদের অনেকেই থাকবে না, বদলে যোগ হবে আরো নতুন কিছু। সম্পূর্ণ ব্যাপারটা একটি সতত ঘূর্ণায়মান চক্রের মতন।